দুই বছরে আফগানিস্তানে উল্লেখযোগ্যহারে বেকারত্ব বেড়েছে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৩, ১০:৩৪ পিএম
গত দুই বছরে আফগানিস্তানে বেকার মানুষের সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, অন্যান্য মানবিক সংকটের পাশাপাশি বেকারত্ব আফগানিস্তানের লাখ লাখ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রতিবন্ধী ব্যক্তিরা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আইসিআরসি আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সংস্থাগুলোকে আফগানিস্তানে বিনিয়োগ শুরু করার আহ্বান জানিয়েছে। খবর টোলো নিউজের।
ভয়াবহ অর্থনৈতিক অবস্থায় আফগান পরিবারগুলোকে আরও ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম করবে এমন যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানায় আইসিআরসি। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সংস্থাগুলোকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আফগানিস্তানে বিনিয়োগ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
দেশটির অর্থনীতিবিদ দারিয়া খান বাহির বলেন, এই সহায়তার একটি বড় অংশ মানুষের জন্য কর্মসংস্থানের পরিবেশ অনুকূল করতে এবং তাদের অর্থনৈতিক সমস্যা কমাতে বৃহৎ অবকাঠামোগত ও অর্থনৈতিক প্রকল্পে ব্যবহার করা প্রয়োজন।
এরই মধ্যে কাবুলের কিছু মানুষ তালেবান ও ত্রাণ সংস্থাগুলোকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কাবুলের বাসিন্দা সাইফুল্লাহ বলেন, তালেবানদের উচিত দরিদ্র ও দুঃস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।