উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় মাঝ আকাশে একটি বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।
পাকিস্তান জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব ব্রাজিলের সাও লুইস শহর থেকে একটি বিমান মধ্য আমেরিকার দেশ সালভাদোর যাচ্ছিল। উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় বিমানটির দরজা খুলে যায়। পরে বিমানটি সাও লুইসের হুগো দা কুনহা মাচাদো বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।
ফ্লাইটটিতে ব্রাজিলীয় গায়ক ও গীতিকার টাইয়েরির ব্যান্ড দলের সতীর্থরা ছিলেন। তবে ফ্লাইটটিতে টাইয়েরি ছিলেন না। তিনি অন্য একটি বিমানে ছিলেন।
এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা জানা যায়নি। তবে নিউিইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনাটি গত সপ্তাহের।
ভিডিওতে দেখা গেছে, বিমানের দরজার কাছে লাগেজ এবং যন্ত্রপাতি স্তূপ করে রাখা হয়েছে। হঠাৎ দরজা খুলে যায় বিমানের। নিচে মেঘও দেখা যায়। তবে আরোহীরা শান্ত হয়ে বসে ছিলেন। প্রবল বাতাসে বিমানের ভেতরে এক অশান্ত পরিস্থিতি তৈরি হয়।
জরুরি অবতরণের পর চিকিত্সকরা ছুটে আসেন। কেউ আহত হয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখেন। তবে দরজাটি কী কারণে খুলে গেল তা নিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
That was a Moment of grave concern when the door of the Brazilian music band Tierry's Bandeirante EMB-110 plane opened with the singer's team in mid-flight.
— FL360aero (@fl360aero) June 13, 2023
The aircraft was traveling from São Luís and had to make an emergency landing. No injuries reported.#safety #aviation pic.twitter.com/4lfvoZcQQd