Logo
Logo
×

আন্তর্জাতিক

জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৪:১৬ পিএম

জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদি

হামলায় এক চোখ হারানোর পর সালমান রুশদি। ছবি: এনডিটিভি

জার্মানির সম্মানজনক শান্তি পুরস্কার পেয়েছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। সাহিত্যকর্ম ও জীবনের হুমকি উপেক্ষা করে লেখালেখি চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের জন্য তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রদান করা হয়েছে। 

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সোমবার রুশদির ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে এই পুরস্কার ঘোষণা করা হয়। 

এক বিবৃতিতে জার্মান বুক ট্রেডের পিস প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্টে পুরস্কারটি গ্রহণ করবেন লেখক সালমান রুশদি। 

পুরস্কারের ট্রাস্টি বোর্ড জানিয়েছে, ১৯৮১ সালে সালমান রুশদির মাস্টার পিস ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হওয়ার মুহূর্ত থেকে তার অভিবাসন ও বৈশ্বিক রাজনীতির ব্যাখ্যা আমাদের বিস্মিত করেছে। 

তাছাড়া ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে রুশদিকে ‘চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার একাগ্র কান্ডারি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত বছরের আগস্টে নিউইয়র্কে এক অনুষ্ঠানে হামলার শিকার হন ব্রিটিশ-আমেরিকান লেখক রুশদি। ওই হামলায় তার একটি চোখ নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে একটি হাতও কার্যত অব্যবহার্য হয়ে পড়ে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সালমান রুশদি। ১৯৭৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ১৪টি উপন্যাস লিখেছেন। রুশদি তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন-এর জন্য ১৯৮১ সালে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম