Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি অভিযানে নিহত ৩ ফিলিস্তিনি, আহত ৪৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৩:৪৩ পিএম

ইসরাইলি অভিযানে নিহত ৩ ফিলিস্তিনি, আহত ৪৫

ইসরাইলি অভিযানে নিহত ৩ ফিলিস্তিনি, আহত ৪৫। ছবি: আল জাজিরা

ফিলিস্তিনের জেনিন শহরের শরণার্থী শিবিরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। অভিযানে শরণার্থী শিবিরে থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তিন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন কিশোরও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরেই এই অভিযান শুরু করে ইসরাইল। শরনার্থী শিবিরে সাঁড়াশি অভিযান চালানো হয়। স্টান গ্রেনেড, বিষাক্ত গ্যাসসহ অব্যাহতভাবে সরাসরি গুলি চলতে থাকে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে। তারা হলেন- খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)। 

ইসরাইলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কিছু ইসরাইলি মিডিয়া জানিয়েছে, অভিযানে গিয়ে ইসরাইলি সেনারা আহত হয়েছেন। 

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ইসরাইলি হেলিকপ্টার শরণার্থী শিবিরের মধ্যে রকেট হামলা চালিয়েছে। পাশাপাশি এটি উপর দিয়ে নজরদারি করছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম