Logo
Logo
×

আন্তর্জাতিক

আইন পাস: নওয়াজ কি নির্বাচনে অংশ নিতে পারবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৪:১৫ পিএম

আইন পাস: নওয়াজ কি নির্বাচনে অংশ নিতে পারবেন?

পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ। ছবি: জিও নিউজ

পাকিস্তানের ক্ষমতাসীন জোট দেশটির সংবিধানের ৬২ অনুচ্ছেদের অধীনে আবারও একটি  আইন পাস করেছে, যাতে কোনো সংসদ সদস্যকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা না করা যায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দেশটির বিরোধী দলগুলো ক্ষমতাসীন জোটের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

খবরে বলা হয়েছে, একজন ব্যক্তিকে আজীবন অযোগ্য ঘোষণা না করার বিষয়টি ফিরিয়ে আনার লক্ষ্যে আগেও দুই বার ব্যর্থ প্রচেষ্টা হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টস অ্যান্ড অর্ডার বিল ২০২৩’ এবং প্রধান বিচারপতির ক্ষমতা সীমিত করার আইনসহ দুটি আইনের শুনানি করছে।

আগের দুই প্রচেষ্টা তথা আইন পাসকেও নওয়াজ শরিফের আজীবন অযোগ্যতা বাতিলের প্রচেষ্টা হিসেবে অভিহিত করা হয়েছিল। তবে অযোগ্যতার সময়সীমা সীমিত করতে নির্বাচনি আইন সংশোধনের বর্তমান আইনের বিষয়ে সর্বোচ্চ আদালত কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা এখন দেখার বিষয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম