Logo
Logo
×

আন্তর্জাতিক

শি-বিল গেটস সাক্ষাৎ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১০:১৬ পিএম

শি-বিল গেটস সাক্ষাৎ

বহুদিন পর ‘পুরোনো বন্ধু’ বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। শুক্রবার বেইজিংয়ে তাদের এ সাক্ষাৎ হয়। প্রায় তিন বছর ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কঠোর কোভিড নিয়ন্ত্রণের অবসানের পর বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের এটি প্রথম চীন সফর। পশ্চিমা ব্যবসায়ী নেতাদের একটি দলে তিনি এই সফরে অংশ নেন। সফরে চীনের প্রেসিডেন্ট ও বিল গেটসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি অনুযায়ী, বেইজিংয়ে বৈঠকে বিল গেটসকে শি জিনপিং বলেন, ‘এই বছর বেইজিংয়ে আমার দেখা হওয়া প্রথম আমেরিকান বন্ধু আপনিই।’ 

শি আরও বলেন, ‘আমরা সর্বদা আমেরিকান জনগণের ওপর আমাদের আশা রেখেছি এবং দুই দেশের জনগণের মধ্যে অব্যাহত বন্ধুত্বের প্রত্যাশা করেছি।’ 

সিসিটিভি দ্বারা শেয়ারকৃত একটি রেকর্ডিং অনুযায়ী, উত্তরে বিল গেটস বলেন, ‘সাক্ষাতের এই সুযোগ পেয়ে খুব সম্মানিত।’ তিনি আরও বলেন, ‘আমাদের সর্বদা দুর্দান্ত কথোপকথন হয়েছে। আর আমাদের আজকের আলোচনার অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম