Logo
Logo
×

আন্তর্জাতিক

এক রাস্তায় কলকাতা থেকে ব্যাংকক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১০:২০ পিএম

এক রাস্তায় কলকাতা থেকে ব্যাংকক

আর মাত্র চার বছর। তার পরেই এক রাস্তায় কলকাতা থেকে ব্যাংকক। দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে মেগা সড়ক প্রকল্প কলকাতা-ব্যাংকক হাইওয়ে প্রকল্প আগামী চার বছরের মধ্যেই সম্পন্ন হতে পারে। এই সড়ক একাধিক দেশকে ছুঁয়ে যাবে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিবহণ ও বাণিজ্যে বিপ্লব আনবে বলে আশা বিশেষজ্ঞদের। আনন্দবাজার পত্রিকা।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আগামী চার বছরের মধ্যে কলকাতা-ব্যাংকক হাইওয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেছে। ইতোমধ্যেই থাইল্যান্ডের অংশের কাজ সম্পন্ন হয়ে গেছে। কাজ চলছে মিয়ানমারের অংশের। বলা হচ্ছে, এই মহাসড়ক ব্যাংককে শুরু হয়ে শেষ হবে কলকাতায়। সব মিলিয়ে আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ হবে রাস্তাটি।

মহাসড়কটি আন্তর্জাতিক পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও অর্থনৈতিক বৃদ্ধিতেও সহায়ক হবে। কলকাতা-ব্যাংকক হাইওয়ে ভারত ও থাইল্যান্ডের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টায় একটি উলে­খযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত করা হচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম