Logo
Logo
×

আন্তর্জাতিক

পার্লামেন্টে হেনস্থার বর্ণনা দিলেন অস্ট্রেলিয়ার নারী আইনপ্রণেতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৫:১৩ পিএম

পার্লামেন্টে হেনস্থার বর্ণনা দিলেন অস্ট্রেলিয়ার নারী আইনপ্রণেতা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌন ‘হেনস্থার শিকার’ হয়েছেন দেশটির একজন নারী আইনপ্রণেতা। পার্লামেন্ট ভবনেই কীভাবে এক ক্ষমতাধর ব্যক্তির কাছে যৌন হেনস্থার শিকার হয়েছেন, তার বিষদ বর্ণনা তুলে ধরেছেন লিডিয়া থ্রোপ নামে অস্ট্রেলিয়ার ওই নারী আইনপ্রণেতা।  

বুধবার থ্রোপ তার এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। পার্লামেন্টারি নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আগে তাকে এই অভিযোগ দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আবার তিনি রক্ষণশীল নেতা ডেভিড ভ্যানের বিরুদ্ধে নিজের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। যদিও ডেভিড এই অভিযোগ অস্বীকার করেছেন।

এমনকি নারীদের কাজ করার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ‘নিরাপদ জায়গা নয়’ বলেও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার এই নারী আইনপ্রণেতা।  বার্তাসংস্থা এএফপির বরাতে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিভাবে পার্লামেন্টের ভেতরে যৌন নির্যাতনের শিকার হয়েছেন লিডিয়া থ্রোপ এই ব্যাপারে বিস্তারিত অভিযোগ করেছেন।  

অশ্রুসিক্ত নয়নে সিনেটে দেওয়া ভাষণে থ্রোপ বলেন, তিনি ‘যৌন মন্তব্য’ এর শিকার হয়েছেন।

একইসঙ্গে তাকে সিঁড়িতে কোণঠাসা করা হয়েছিল এবং ‘শক্তিশালী পুরুষরা’ তাকে ‘অনুপযুক্তভাবে শারীরিক স্পর্শ’ করেছিল। সেসময় তাকে ‘কুপ্রস্তাব’ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন লিডিয়া থ্রোপ।

আইনপ্রণেতাদের তিনি বলেন, আমি অফিসের দরজা থেকে বের হতে ভয় পাচ্ছিলাম। বাইরে পা দেওয়ার আগে আমি দরজাটা একটু খুলে দেখে নিতাম।

তবে সিনেটর ভ্যান বৃহস্পতিবার বলেছেন, তিনি এই ধরনের অভিযোগের কারণে ‘ছিন্নভিন্ন এবং বিধ্বস্ত’ হয়েছেন। এমনকি এসব অভিযোগ ‘সম্পূর্ণ অসত্য’ বলেও স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম