Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ১০ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৪:২০ পিএম

রাশিয়ার ১০ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার ১০ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের। ছবি: সিএনএন

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতভর রুশ বাহিনী দেশটিতে অন্তত ১৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে ১০টিই ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মঙ্গলবার সকালে এ দাবি করেছেন।

এ ছাড়া ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার পাঠানো চারটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে একটিকে জব্দ করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম।

খবরে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছে।

টেলিগ্রামে ক্রিভি রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল বলেছেন, একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং, খাবারসহ একটি গুদাম ধ্বংস হয়েছে। আমরা বর্তমানে ধ্বংসস্তূপ অপসারণ করছি এবং আগুন নেভাচ্ছি। অনেক মানুষ তাদের অ্যাপার্টমেন্ট হারিয়েছে। আমরা এখন পুনর্বাসনের চেষ্টা করছি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, অন্যান্য অঞ্চলের মধ্যে উত্তর-পূর্বের সুমি এবং খারকিভ অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র।

অপরদিকে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরে তিনটি বোমা আঘাত হেনেছে। এতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং বাড়িঘর ধ্বংস হয়েছে।

রাশিয়ান সামরিক ব্লগাররা সোমবার দাবি করেছেন, ওরিখিভের দক্ষিণে ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম