Logo
Logo
×

আন্তর্জাতিক

রশি ছাড়া ১২৩ তলা ভবনে ওঠার চেষ্টা যুবকের, অতঃপর...

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০২:০২ পিএম

রশি ছাড়া ১২৩ তলা ভবনে ওঠার চেষ্টা যুবকের, অতঃপর...

রশি ছাড়া ১২৩ তলা ভবনে উঠার চেষ্টা যুবকের

দুই কিংবা চারতলা নয়, ১২৩ তলা ভবন বেয়ে ওঠার চেষ্টা, তাও আবার দড়ি কিংবা রশি ছাড়া! এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের লোটে ওয়ার্ল্ড টাওয়ারে। ২৪ বছর বয়সি ওই ব্রিটিশ যুবকের নাম জর্জ কিং-থম্পসন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম ভবনটি বেয়ে ওঠার এমন চেষ্টায় অর্ধেকেরও বেশি ওঠার পর তাকে আটক করে পুলিশ। সোমবার শর্টস পরে ভবনটির ৭৩তলা বেয়ে উঠতে শুরু করেছিলেন জর্জ কিং থম্পসন।

খবরে বলা হয়েছে, একপর্যায়ে তাকে থামিয়ে ভবনটির ভেতরে ঢুকতে বাধ্য করে সিউলের পুলিশ। তার এমন কর্মকাণ্ডের কারণে আকাশচুম্বী ভবনটির নিচে জড়ো হয়েছিলেন পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদের জন্য সেই যুবককে আটক করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

তবে মজার ব্যাপার হলো— ওই ব্রিটিশ যুবক এই প্রথম এমন কাণ্ড ঘটালেন না। বরং ২০১৯ সালে লন্ডনের ‘শার্ড ভবন’ বেয়ে ওঠারও চেষ্টা করেছিলেন কিং থম্পসন। ওই সময় জেলেও যেতে হয়েছিল তাকে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে সিউলের ওই লোটে ওয়ার্ল্ড টাওয়ার বেয়ে ওঠার চেষ্টা করেছিলেন ‘ফ্রেঞ্চ স্পাইডারম্যান’খ্যাত আলাইন রবার্ট নামক এক ব্যক্তি। তাকেও মাঝ পথে থামিয়ে দিয়ে আটক করেছিল পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম