Logo
Logo
×

আন্তর্জাতিক

স্টাডি রুমে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম

স্টাডি রুমে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

হোস্টেলের স্টাডি রুম থেকে স্নিগ্ধা কুণ্ডু নামে এক মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভারতের কোচবিহার মেডিকেল কলেজের হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তরুণীর মৃত্যু ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। 

স্নিগ্ধা কুণ্ডু প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মেডিকেল কলেজ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ওই কলেজেরই এক ছাত্রী হোস্টেলের স্টাডি রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে নিরাপত্তারক্ষীদের খবর দেন। এর পর নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

কোচবিহার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শুভদীপ কর্মকার বলেন, ওই ছাত্রীর রুমমেট উপরের তলায় স্টাডি রুমে গিয়ে দেখতে পান ঘর ভেতর থেকে বন্ধ। পরে কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে ঘরে ঢুকে দেখা যায় ওই ছাত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছেন। 

ওই ছাত্রীর আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।  তবে কেন আত্মহত্যা করেছেন তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম