প্রতীকী ছবি
এক আসরে চার হাজার তরুণ-তরুণীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতের রাজস্থানে। রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ গণবিয়ের আয়োজন করে। হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের যুগলই বিয়ের পিঁড়িতে বসে।
রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, গণবিয়েতে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের চার হাজারের বেশি তরুণ-তরুণী। নির্দিষ্ট দিনে ধুমধাম করে বিয়ে হয় তাদের। ৬ ঘণ্টা ধরে চলে বিয়ের অনুষ্ঠান।
২৬ মে রাজস্থানের বারান জেলায় গণবিয়ের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সেখানে ৪২৮৬ জন তরুণ-তরুণী বিয়ের জন্য নাম লেখান। তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের যুগল ছিলেন। প্রত্যেক সম্প্রদায়ের যুগলকে নির্দিষ্ট নিয়ম মেনে বিয়ে দেওয়া হয়।
গণবিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও মন্ত্রী প্রমোদ জৈন ভায়া।