তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণে নিহত ৫। ছবি: ডেইলি সাবাহ
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বিস্ফোরণে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। দেশটির সরকার নিয়ন্ত্রিত একটি রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় শনিবার এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।
তুরস্কের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এম কে ই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে ফায়ার ফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এরই মধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।
প্রতিবেদনে সূত্রে জানা যায়, এই কারখানাটির মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এম কে ই। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট ও বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় তুর্কি সরকারের এই কারখানাটি।
এ বিষয়ে আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের সময় ওই কারখানার মধ্যে কোনো কর্মী আটকা পড়েনি। তার মতে, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।