পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে প্রস্তুত করছে পশ্চিমারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০২:৫৪ পিএম
পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে প্রস্তুত করতে পশ্চিমা দেশগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা শুরু করেছে ইউক্রেন। তাই কিয়েভকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘আমরা সম্মিলিতভাবে যা করতে পারি, করেছি। ইউক্রেনকে প্রস্তুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতিতে আমরা ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনায় খুব আশাবাদী।
তিনি জোর দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কিয়েভকে ‘দীর্ঘমেয়াদি নিরাপত্তা’ নিশ্চিতে সহায়তা দিতে চায়।
বাইডেন যোগ করে বলেন, আমরা যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনের প্রয়োজনে তাদের সহায়তা দিয়ে যাচ্ছি। একই সঙ্গে দীর্ঘমেয়াদে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।