Logo
Logo
×

আন্তর্জাতিক

জাপোরিঝিয়ায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলছে তুমুল লড়াই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০১:৪৮ পিএম

জাপোরিঝিয়ায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলছে তুমুল লড়াই

ছবি: সংগৃহীত

দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। রাশিয়ান কর্মকর্তা ও সামরিক ব্লগাররা বলছেন, সেখানে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।

তারা বলেছেন, ট্যাংক, আর্টিলারি ও ড্রোন নিয়ে ইউক্রেনীয় সেনারা কাখোভকা শহরের দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, শত্রুরা ‘সক্রিয় প্রতিরক্ষায়’ রয়েছে।

বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু হবে জাপোরিঝিয়া।

তারা যুক্তি দিয়েছেন, আজভ সাগরের দখল পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিয়েভ।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছিল, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। যদিও কিয়েভ এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে।

সূত্র: বিবিসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম