Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৫:৫১ এএম

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১১

আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

নিহতদের মধ্যে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের সাবেক পুলিশ কমান্ডার সফিউল্লাহ সামিমও রয়েছেন।

বৃহস্পতিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশের বাদাখশানের ফাইজাবাদের নবাবী মসজিদে এই বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানান, বিস্ফোরণের সময় মসজিদটিতে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদির জানাজা চলছিল।

নিসার আহমাদ গত মঙ্গলবার ফাইজাবাদে এক গাড়ি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। ওই হামলায় নিসার আহমাদের গাড়িচালকও নিহত হন। আহত হন আরও ১০ জন।

আব্দুল নাফি বলেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে তালেবানের নিয়োগ করা স্থানীয় একজন সাবেক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। যে কারণে তালেবান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে ।

মার্চে এক হামলায় বালখ প্রদেশের গভর্নরকে হত্যারও দাবি করেছে সন্ত্রাসীরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম