Logo
Logo
×

আন্তর্জাতিক

পোস্টারে এরদোগানের গোঁফ আঁকায় কিশোর আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০১:৫২ পিএম

পোস্টারে এরদোগানের গোঁফ আঁকায় কিশোর আটক

পোস্টারে এরদোগারের গোঁফ আঁকা ছবি। ছবি: সংগৃহীত

তুরস্কে নির্বাচনি প্রচারে ব্যবহৃত একটি পোস্টারে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছবিতে গোঁফ আঁকায় এক কিশোরকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছে কর্তৃপক্ষ। ১৬ বছর বয়সি ওই কিশোরকে গতকাল মঙ্গলবার আটক করা হয় বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেরসিন শহরের বাসিন্দা। তার বিরুদ্ধে নিজ বাড়ির কাছে লাগানো একটি পোস্টারে কলম দিয়ে এরদোয়ানের মুখের ওপর ‘হিটলার গোঁফ এঁকে দেওয়া এবং অপমানজনক মন্তব্য’ লেখার অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় শনাক্ত করার পর ওই কিশোরকে আটক করা হয়। তার নিজ বাড়িতেই কর্তৃপক্ষ তার জবানবন্দি নিয়েছে। জবানবন্দিতে সে এরদোগানের ছবিতে গোঁফ আঁকার কথা স্বীকার করেছে। কিন্তু সেখানে যে মন্তব্য করা হয়েছে সেটা তার নয় বলে জানিয়েছে।

পরবর্তীতে ‘প্রেসিডেন্টকে অপমান’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। 

তুরস্কের আইন মন্ত্রণালয়ের হিসাব বলছে, গত বছর দেশটিতে এ রকম ‘প্রেসিডেন্টকে অপমান’করার মতো ঘটনায় মোট ১৬ হাজার ৭৫৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম