Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রেফতার এড়াতে আদালতে পিটিশন বুশরা বিবির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১১:১১ পিএম

গ্রেফতার এড়াতে আদালতে পিটিশন বুশরা বিবির

বিভিন্ন মামলায় সম্ভাব্য গ্রেফতার এড়াতে লাহোর হাইকোর্টে পিটিশন করেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার নিজের আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে তিনি পিটিশন জমা দেন বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পিটিশনে তিনি লিখেছেন, দেশজুড়ে তার বিরুদ্ধে যত মামলা করা হয়েছে— সেগুলোর যেকোনো একটি বা একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে গ্রেফতার এড়াতে তিনি আদালতের নির্দেশনা চাইছেন।

গত ৯ মে’র বিক্ষোভের পর দেশজুড়ে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের কর্মীদের বিরুদ্ধে চলমান পুলিশী অভিযানের মধ্যেই মঙ্গলবার এই পিটিশন জমা দিলেন বুশরা বিবির আইনজীবী।

এদিকে, আলোচিত আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অন্যতম আসামি বুশরা বিবিকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তাকে তলব করেছিল পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)। সেই অনুযায়ী এদিন রাওয়ালপিন্ডি শহরে ন্যাবের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন বুশরা।

তবে ন্যাবের একটি সূত্র জানিয়েছে, আসামি নয়, এই মামলার একজন সাক্ষী হিসেবে তার মঙ্গলবারের বক্তব্য রেকর্ড করা হয়েছে।

বুশরার আগমন উপলক্ষে ন্যাব কার্যালয় চত্বরে জড়ো হয়েছিলেন সাংবাদিকরা, তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাবার্তা বলেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম