Logo
Logo
×

আন্তর্জাতিক

মাইক পেন্সের ঘোষণা, লড়তে হবে বস ট্রাম্পের সঙ্গে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ১২:৩১ পিএম

মাইক পেন্সের ঘোষণা, লড়তে হবে বস ট্রাম্পের সঙ্গে

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। রিপাবলিকান প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন তিনি। সোমবার নিজের কাগজ জমা দিয়েছেন ৬৩ বছরের মাইক পেন্স। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আইওয়া থেকে তিনি প্রচার শুরু করতে পারেন। পেন্স প্রথমে একটি ভিডিওবার্তা এবং তার পর একটি বক্তৃতা দিয়ে প্রচার শুরু করবেন বলে তার ভোট ম্যানেজাররা জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, রিপাবলিকান দলের ভেতরেই কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে মাইক পেন্সকে। তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করতে হবে দলের মধ্যেই। এ ছাড়াও রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, সিনেটর টিম স্কট, সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি। সেই সঙ্গে নর্থ ডাকোটার গভর্নর ডগ বারগাম এবং নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিসটিও কিছু দিনের মধ্যেই নিজেদের নাম ঘোষণা করতে পারেন।

মাইক পেন্স একজন অর্থডক্স বলে পরিচিত। ইউক্রেনে সেনা পাঠানোর ক্ষেত্রে তিনি সরব ছিলেন। আবার অ্যাবরশন বা গর্ভপাতের তীব্র বিরোধী তিনি। এ ছাড়া ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার বিরুদ্ধেও তিনি। ওই হামলার সমালোচনা থেকেই মূলত পেন্স ও ট্রাম্পের মধ্যে ব্যবধান তৈরি হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম