Logo
Logo
×

আন্তর্জাতিক

তিয়েনআনমেন বার্ষিকীতে পুলিশের ধরপাকড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৯:৩৩ পিএম

তিয়েনআনমেন বার্ষিকীতে পুলিশের ধরপাকড়

চীনের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার ৩৪তম বার্ষিকীতে হংকংয়ে গণতন্ত্রপন্থি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়েছিল ছাত্র-শ্রমিক-জনতা। তাদের ওপর নির্বিচার গুলি চালায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের সেনাবাহিনী। এতে শত শত মানুষ প্রাণ হারান। 

ওই ঘটনার স্মরণে দিবসটি প্রকাশ্যে পালন করায় নিষেধাজ্ঞা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। রোববার দিবসটিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আওতায় পুলিশ বেশ কয়েজনকে আটক করেছে। 

হংকংয়ে প্রতিবছর মোমবাতি মিছিল যেখানে হয় সেই ভিক্টোরিয়া পার্কে মোতায়েন শত শত পুলিশ লোকজনকে থামিয়ে তল্লাশি করেছে। মোতায়েন হয়েছে সাঁজোয়া যান এবং পুলিশ ভ্যান। আটক হওয়াদের মধ্যে আছেন ৬৭ বছর বয়সি গণতন্ত্রপন্থি কর্মী আলেকজান্দ্রা ওং। ভিক্টোরিয়া পার্কের কাছে ফুল হাতে যাওয়ার সময় তিনি আটক হন। 

হংকংয়ের প্রধান বিরোধীদলগুলোর একজন নেতাও আটক হয়েছেন। তাকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। বিক্ষোভের আগে সরকার জানিয়েছিল, লোকজন আইন ভঙ্গ করেছে বলে মনে হলে তাদের গ্রেফতার করা হবে। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্দ্রাসহ ১২ জনকে পুলিশ ধরে নিয়ে গেছে। এএফপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম