Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদির ঘোষণায় বাড়ল তেলের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৩:২০ পিএম

সৌদির ঘোষণায় বাড়ল তেলের দাম

সৌদির ঘোষণায় বাড়ল তেলের দাম। ছবি: বিবিসি

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের এক ঘোষণায় বাড়তে শুরু করেছে তেলের দাম। রিয়াদ জানিয়েছে, আসছে জুলাই মাসে তারা প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে।

এর আগে দাম বাড়ানোর জন্য তেলের উত্তোলন আরও  কমানোর বিষয়ে সম্মত হয় তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক।

অন্যদিকে ওপেকের মিত্রদেশগুলোর জোট ওপেক প্লাস বলেছে, তারা ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যেহেতু রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাস বিশ্বের মোট জ্বালানি তেলের ৪০ শতাংশ উত্তোলন করে, সুতরাং তাদের তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে বৈশ্বিক তেলের বাজারে বড় প্রভাব পড়বে।

এমনকি ওই ঘোষণার প্রভাবে ইতোমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম সোমবার ২ দশমিক ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে প্রায় ৭৭ মার্কিন ডলার।

প্রসঙ্গত, তেলের বাজার পড়তে থাকায় রোববার অস্ট্রিয়ার ভিয়েনায় দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক করে তেল রপ্তানিকারক দেশগুলো। এর পরই উৎপাদন কমানো অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ওপেক প্লাস বাজার স্থিতিশীল রাখতে ২০২২ সালের অক্টোবর থেকেই তেল উত্তোলন ধারাবাহিকভাবে কমাচ্ছে। ওই সময় থেকে দৈনিক উৎপাদন ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল কমানো হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

এর আগে গত এপ্রিলে হঠাৎ করেই দৈনিক উত্তোলন ১৬ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস। পরে তা মে মাস থেকে কার্যকর হয়। ওই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে দাম কিছুটা বাড়লেও সেটা আসলে টেকসই হয়নি।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম