একদিন পরেই চীনের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী ছাত্রদের বিক্ষোভ আন্দোলন নৃশংসভাবে দমনের ৩৪ বছর পূর্তি। এ উপলক্ষ্যে রোববার কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিন হংকংয়ের পাঁচ হাজার পুলিশ মোতায়েন থাকবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
প্রতিবেদনে পুলিশের এক সূত্রের বরাতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে ভিক্টোরিয়া পার্কের রাস্তা বন্ধ ও পথচারীদের তল্লাশি করা হবে। এ ছাড়া বেইজিংয়ের লিয়াজোঁ অফিস ও সরকারি সদর দপ্তরের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও নজরদারিতে রাখা হয়েছে।
শনিবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হন শত শত ছাত্র-শ্রমিক। তাদের ওপর গুলি চালিয়ে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার।
তিয়েনআনমেনে নিহতের সংখ্যা এখন পর্যন্ত প্রকাশ করেনি চীন। তবে মানবাধিকার সংস্থা ও গবেষকদের মতে, ওইদিন হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।