Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানকে মাইনাসে কোরেশি-ফাওয়াদ বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম

ইমরান খানকে মাইনাসে কোরেশি-ফাওয়াদ বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা। আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 

গণমাধ্যম বলছে, পদত্যাগী নেতাদের নিয়েই পিটিআইর নেতৃত্ব পুনর্গঠন করতে চান ফাওয়াদ চৌধুরী।

দ্য ডনসহ পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। এরই মধ্যে পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাতও করেছেন তিনি। বর্তমানে আদিয়ালা জেলে কারাবন্দি আছেন ইমরানের পরই পিটিআই এর সবচেয়ে সিনিয়র এই নেতা।

গত ৯ মে ইমরানকে গ্রেফতার পরবর্তী সহিংসতার জন্য ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এর জেরে পদত্যাগ করেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভীর মতো সিনিয়র নেতারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম