Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ হামলায় নিহত ১, কিয়েভে ২০ কামিকাজে ড্রোন ভূপাতিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০২:২১ পিএম

রুশ হামলায় নিহত ১, কিয়েভে ২০ কামিকাজে ড্রোন ভূপাতিত

ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা তৃতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। বাখমুত নিয়ন্ত্রণে নেওয়ার পর কিয়েভে ক্রমাগত হামলা চালানো হচ্ছে।

সবশেষ মঙ্গলবার ভোরে হামলায় কয়েকটি আবাসিক ভবন ধসে পড়েছে এবং একজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসি ও রয়টার্সের।

ইউক্রেনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। আগের দুটি হামলার সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি কিয়েভের।

কিয়েভ সামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ রুশ হামলায় ২০টিরও বেশি ইরানের তৈরি কামিকাজে ড্রোন ধ্বংস করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় হলোসিভস্কি জেলার একটি বহুতল ভবনে আগুন লেগে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

কিয়েভের মেয়র ক্লিটসকো এটিকে বড় ধরনের হামলা হিসেবে বর্ণনা করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।

হামলা শুরুর তিন ঘণ্টা পর বিমান হামলার সতর্ক সংকেত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলতি মাসে কিয়েভে এটি রাশিয়ার ১৭তম হামলা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন। ধারাবাহিক হামলার প্রসঙ্গে সোমবার রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র শতভাগ ধ্বংস করা হয়েছে।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার সময় নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানানি তিনি।

গত কয়েক মাস ধরেই এই পাল্টা হামলার জন্য বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কিন্তু কখন, কবে থেকে হামলা হচ্ছে এ বিষয়ে স্পষ্ট করছে না দেশটির সরকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম