Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্রাসাদের দরজা খুলে দেওয়ার পর যা করলেন তুর্কিরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

প্রেসিডেন্ট প্রাসাদের দরজা খুলে দেওয়ার পর যা করলেন তুর্কিরা

গত ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসছেন। 

রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যদিও দুই সপ্তাহ আগে প্রথম রাউন্ডে তিনি অল্প ভোটের কারণে বিজয় অর্জন করতে ব্যর্থ হন। 

রোববার সারা রাত জেগে ঐতিহাসিক বিজয় উদযাপন করেছেন এরদোগানের সমর্থকরা। রাজধানী আঙ্কারায় নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে বিজয়ী এরদোয়ান তার উল্লসিত জনতাকে বলেছেন, ‘এ বিজয় তুরস্কের সাড়ে আট কোটি মানুষের।’ 

এই নির্বাচনের পর প্রেসিডেন্ট এরদোগানের ২৫ বছর ধরে তুরস্কের ক্ষমতায় থাকার বিষয়টি নিশ্চিত হল।

বিজয় উদযাপনের লক্ষ্যে এদিন আঙ্কারায় প্রেসিডেন্টের প্রাসাদের দরজা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এতে যোগ দেন আঙ্কারার সব জায়গা থেকে সমর্থকরা জড়ো হন।

উপস্থিত অনেককেই দেখা যায় প্রাসাদের বাইরে ঘাসের ওপর তুরস্কের পতাকা রেখে নামাজ আদায় করতে।

এক রাতের জন্য তুরস্কের অর্থনৈতিক সংকট ভুলে গিয়েছিল মানুষ।

উপস্থিতদের একজন বলছিলেন, আমরা তার (এরদোগান) অর্থনৈতিক নীতিতে খুশি। পরের পাঁচ বছরে তিনি আরো ভালো করবেন।

এরদোগানের এই বিজয়কে অনেকেই মুসলিম বিশ্বের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

ইস্তান্বুলের তাসকিম স্কোয়ারে জয় উদযাপন করতে এসেছিলেন ফিলিস্তিনি নাগরিক আলা নাসার, তার গায়ে জড়ানো ছিল তুরস্কের পতাকা।

তিনি বলছিলেন যে এরদোগান নিজের দেশের উন্নয়নের পাশাপাশি ‘আরব ও মুসলিম বিশ্বকেও সমর্থন করছেন।’

এমাসের শুরুতে তুর্কি ভোটাররা যখন নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন, সে সময় তারা তাদের মানিব্যাগের অবস্থার কথা বিবেচনা করে ভোট দেননি। তুরস্কে খাবারের দাম এখন আকাশ ছোঁয়া। ৪৩% মুদ্রাস্ফীতির কারণে অবস্থা হয়ে দাঁড়িয়েছে অসহনীয় ।

এই অবস্থার পরও প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, যিনি তুরস্কের অর্থনীতি এবং বাকি সব কিছু নিয়ন্ত্রণ করেন, ৪৯.৫% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

এই ঘটনায় বিশ্লেষকরা বেকুব বনে গেছেন, এবং গুরুত্বপূর্ণ এক শিক্ষা লাভ করেছেন যে ‘জনমত জরিপের ফলাফল থেকে সাবধান।’


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম