শতবর্ষের সর্বোচ্চ উষ্ণ দিন দেখল চীনের বৃহত্তম শহর ও বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্র সাংহাই। সোমবার সাংহাইয়ের তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করার পর এ তথ্য জানিয়েছে চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
চীনা সংবাদমাধ্যম ওয়েইবোতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘আজ সোমবার দুপুর ১টা ৯ মিনিটে সাংহাইয়ের জুজিয়াহুই অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে দিয়ে সাংহাইয়ের গত ১০০ বছরের তাপমাত্রার যাবতীয় রেকর্ড ভেঙে গেছে।’
পরবর্তী এক পোস্টে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়, বিকালের দিকে জিজুয়াহুইসহ সাংহাইয়ের কয়েকটি এলাকার তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
চীনের সবচেয়ে সমৃদ্ধ এই শহরটিতে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সাংহাইয়ের ইতিহাসে এর আগে মাত্র চারবার তাপমাত্রা এই পর্যায়ে উঠেছিল বলে উল্লেখ রয়েছে সরকারি রেকর্ডপত্রে।
সরকারি নথির তথ্য অনুযায়ী, এর আগে ১৮৭৬, ১৯০৪, ১৯১৫ এবং ২০১৮ সালের গ্রীষ্মে একদিনে এই পরিমাণ তাপ দেখেছিল সাংহাই।