‘ইমরান খানকে গৃহবন্দি করে রাখার সিদ্ধান্ত হয়নি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৩, ০১:৫৭ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) ইমরান খানকে গৃহবন্দি করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহসিন নাকবি।
লাহোরে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। খবর জিওনিউজের।
লাহোরে জামান পার্কে অবস্থিত ইমরান খানের বাসভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করে পিটিআইপ্রধানকে গৃহবন্দি করা হচ্ছে— এমন গুজব ছড়িয়ে পড়ার পর মহসিন নাকবি সংবাদ সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করলেন।
৯ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গ্রেফতারের পর সহিংস বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা পাকিস্তান। ক্ষিপ্ত সমর্থক ও কর্মীরা রাষ্ট্রীয়-সামরিক স্থাপনাসহ সারা দেশে ভাঙচুর চালায়। প্রায় তিন দিনের বিক্ষোভে কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন। আহত হন আরও কয়েক ডজন।
পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে নজিরবিহীন এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করতে পিটিআইকর্মীদের ওপর শুরু ধরপাকড়-তল্লাশি। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারে অঙ্গীকারবদ্ধ হয় দেশের শীর্ষ বেসামরিক-সামরিক নেতৃত্ব। আর্মি অ্যাক্টসহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়। ধরে নিয়ে যায় পিটিআইয়ের প্রভাবশালী নেতাদের।
সেনা সরকারের এ ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দলে। একপর্যায়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগীসহ বেশ কয়েকজন পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন। একই সঙ্গে সামরিক স্থাপনার হামলার জন্য ইমরান খানকেই দায়ী করেন। পদচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পিটিআইনেতাদের দেখা দিয়েছে প্রদেশভিত্তিক ভাঙন।