Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালে বেলারুশের প্রেসিডেন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ০১:৩৩ পিএম

পুতিনের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালে বেলারুশের প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরই মস্কোতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে।

তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে টুইটারে এ কথা জানিয়েছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বেলারুশের প্রেসিডেন্টকে। খবর মররের।

ভ্যালেরি টুইটারে লিখেছেন, প্রাথমিক তথ্যানুযায়ী— পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর পরই লুকাশেঙ্কোকে গুরুতর অসুস্থ অবস্থায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

ভ্যালেরির দাবি, লুকাশেঙ্কোকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। তাই লুকাশেঙ্কোর কিছু হয়ে গেলে যাতে রাশিয়ার দিকে কেউ আঙুল না তোলে, সেই জন্য বেলারুশের প্রেসিডেন্টকে বাঁচানোর চেষ্টার ‘নাটক’ করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, বেলারুশের প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতির জন্য তার রক্ত পরিশোধন করা হচ্ছে। লুকাশেঙ্কোকে এ অবস্থায় মস্কো থেকে অন্যত্র নিয়ে যাওয়া ঠিক হবে না বলেও নাকি জানিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, ৬৮ বছর লুকাশেঙ্কো পুতিন-ঘনিষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম। এমনকি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকে সংঘাতের প্রথম থেকেই মস্কোর পাশে থেকেছেন লুকাশেঙ্কো। সেই পুতিনের সঙ্গে বৈঠকের পরই তাকে ভর্তি করা হলো হাসপাতালে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম