নারী কর্মীদের নির্যাতন, আদালতকে ব্যবস্থা নিতে অনুরোধ ইমরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৩, ০১:০২ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন যে, তার দলের গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে অমানবিক আচরণ করা হচ্ছে। এর মধ্যে নারী কর্মীদের ধর্ষণসহ শারীরিক ও মানসিক নির্যাতনও অন্তর্ভুক্ত রয়েছে।
গত ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে যে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ে, তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিটিআইয়ের এসব নেতকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
দলের নারী কর্মীদের ধর্ষণ ও নির্যাতনের বিষয়ে পাকিস্তানের শীর্ষ আদালতকে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) নোটিশ জারি করার আহ্বান জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা এ খবর দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
পাকিস্তানের ইংরেজি ভাষার এ দৈনিকটি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত দাবি করার কয়েক ঘণ্টা পর এমন অভিযোগ করেন ইমরান খান। অভিযোগে বলা হয়, গোয়েন্দা সংস্থা পিটিআই সদস্যদের ব্যবহার করে একটি ভুয়া এনকাউন্টার এবং ধর্ষণের ঘটনা মঞ্চস্থ করার একটি ষড়যন্ত্র প্রকাশ করেছে।
অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গোয়েন্দা সংস্থা একটি ইন্টারসেপ্টড কলের মাধ্যমে পিটিআই কর্মীর বাড়িতে অভিযান চালানোর বিষয় জানতে পেরেছে। যেখানে গুলি চালানোর একটি চক্রান্ত ছিল, যার ফলে হতাহতের ঘটনা বিশ্বকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখানো যেতে পারে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে, দ্বিতীয় পরিকল্পনাটি ছিল ধর্ষণের একটি ঘটনা মঞ্চস্থ করা, যার রেকর্ডিং পিটিআইয়ের বিরুদ্ধে অভিযুক্ত অপব্যবহার হিসেবে বিশ্বব্যাপী মিডিয়া আউটলেটগুলোতে শেয়ার করা যায়।
এ বিষয়ে পিটিআই প্রধান বলেছেন, কারাগারে দলের নারী কর্মীদের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক আচরণ করা হচ্ছে, তার রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হয়েছে।
ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে পিটিআই সমর্থকদের উদ্দেশে বলেন, ‘রানা সানাউল্লাহর সংবাদ সম্মেলনের পর আমার কোনো সন্দেহ নেই যে, পিটিআইয়ের নারী কর্মীদের বিরুদ্ধে অসদাচরণ করা হচ্ছে।