Logo
Logo
×

আন্তর্জাতিক

আমাদের সময় বাবর আজমকে প্রয়োজন ছিল: সাঈদ আজমল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ০২:০১ পিএম

আমাদের সময় বাবর আজমকে প্রয়োজন ছিল: সাঈদ আজমল

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাঈদ আজমল বলেছেন, আমাদের সময়ে বাবর আজমের মতো একজন দক্ষ ক্যাপ্টেনের প্রয়োজন ছিল।

দেশটির ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল তার এ কথা বলেন।

সাঈদ আজমল বলেন, বাবর আজমের মতো একজন উচু মাপের ক্রিকেটার যদি আমাদের সময় ক্যাপ্টেন থাকতেন, তাহলে আমাদের জাতীয় দল তখন অনেক ভালো করত।

‘বাবর শুধু একজন দক্ষ দলনেতাই নন, দলের প্রয়োজনে তার ব্যাট জ্বলে উঠে। দলকে তিনি উজাড় করে দেন। 

তিরি আরও বলেন, বাবরের নেতৃত্বের গুণ ও তার চমৎকার ব্যক্তিত্বের কারণেই দলের অন্য খোলোযাড়দের পাশাপাশি দর্শকরাও তাকে প্রচণ্ড ভালোবাসে।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম