Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে কত ডলারের অস্ত্র দিয়েছে মিত্ররা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৭:২৫ পিএম

ইউক্রেনকে কত ডলারের অস্ত্র দিয়েছে মিত্ররা?

ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ১২তম ভার্চুয়াল বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি: ডিফেন্স নিউজ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে এ পর্যন্ত কত ডলারের অস্ত্র দিয়েছে, কোনো রাগঢাক না করেই তা ‘ফাঁস’ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 

তিনি জানিয়েছেন, ইউক্রেনকে এ পর্যন্ত ওয়াশিংটন ও তার মিত্ররা মিলে সাড়ে ৬ হাজার কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়েছে। ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ১২তম বৈঠকে এই তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। 

ডিফেন্স নিউজ সূত্রে জানা যায়, আমেরিকাসহ ন্যাটো জোটের ৩১টি দেশ এই গ্রুপের সদস্য। এর বাইরে আরও বেশ কিছু দেশ এই গ্রুপের সদস্য হিসেবে রয়েছে। বৈঠকে লয়েড অস্টিন বলেন, ইউক্রেনের সমর্থকরা আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে।

এ সময় তিনি ঘোষণা করেন যে, দীর্ঘ মেয়াদের জন্য আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত। তা ছাড়া আগামী সপ্তাহ থেকে মার্কিন কর্তৃপক্ষ ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হবে বলেও জানান অস্টিন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, কিয়েভকে আধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করার পাশাপাশি আমেরিকা এখন ইউক্রেনকে অতিরিক্ত বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র দেওয়ার দিকে মনোনিবেশ করছে। রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের আকাশ এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করার জন্য বিমান প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম