Logo
Logo
×

আন্তর্জাতিক

দশকের পর দশক ধরে চলতে পারে ইউক্রেন যুদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০৯:৫৯ পিএম

দশকের পর দশক ধরে চলতে পারে ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে। সাবেক এ প্রেসিডেন্ট বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় মিত্রদের একজন। খবর রয়টার্সের।

রুশ বার্তা সংস্থা আরআইএ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের পর দীর্ঘ সময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। 

বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় এ মিত্র ভিয়েতনাম সফরের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ ওই মন্তব্য করেন। ভিয়েতনাম সফরের সময় দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘এ সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।’

ইউক্রেন নাৎসি রাষ্ট্র বলে মস্কোর দাবির পুনরাবৃত্তি করে রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ‘যতদিন দেশটিতে এ ধরনের (সরকার) ক্ষমতায় থাকবে, সেখানে দেখা যাবে তিন বছরের যুদ্ধবিরতির পর দুই বছর ধরে সংঘাত হচ্ছে এবং এগুলোর সবকিছুরই বারবার পুনরাবৃত্তি হবে।’ এর আগে জানুয়ারিতে মেদভেদেভ বলেন, ইউক্রেনে রাশিয়া পরাজিত হলে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে তার দেশ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ সে সময় বলেন, ‘পরমাণু শক্তিধর দেশগুলো বড় ধরনের সংঘাতে কখনই হারেনি। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে।’

হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: ইউক্রেনের পূর্বাঞ্চল দিনিপ্রোর এক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। 

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, কর্তৃপক্ষ হাসপাতাল থেকে হতাহতদের উদ্ধার করছে। এছাড়া ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শহরে হামলা চালানো হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম