দেশত্যাগে নিষেধাজ্ঞা: পিটিআই নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৩, ০২:৫১ পিএম

ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
সরকারের এ পদক্ষেপকে শুক্রবার স্বাগত জানিয়ে ইমরান খান বলেছেন, আমাদের পাকিস্তান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। খবর জিওনিউজের।
উল্লেখ্য, ৯ মের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফের ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার।
তাদের নাম পিএনআইএলের (প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্ট) তালিকাভুক্ত করা হয়েছে।
এ তালিকায় ইমরান খানের নামও রাখা হয়েছে। এ খবর জানতে পেরে এক টুইটবার্তায় শুক্রবার ইমরান খান লেখেন, এ পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। একই সঙ্গে এ-ও জানাতে চাই যে, আমার বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনাই নেই।
সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন ওঠে। তবে গত শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’