বেলগোরোদে মিললো মার্কিন সাঁজোয়া যান, যা বলছে যুক্তরাষ্ট্র
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৩, ১০:০৮ পিএম
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সাঁজোয়া যানের ‘হামভি’ ছবি প্রকাশ করেছে মস্কো। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছে বাইডেন প্রশাসন।
সোমবার ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বড় ধরনের সশস্ত্র হামলা হয়।
বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ মঙ্গলবার সন্ধ্যায় জানান, অঞ্চলটিতে ড্রোন হামলাও হয়েছে। এতে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। গুলি করে নিষ্ক্রিয় করা হয় ড্রোনটি।
বেলগোরোদে হামলার পেছনে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ‘নাশকতাকারী’ দলকে দায়ী করছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নাশকতাকারী গোষ্ঠী পিছু হঠে আবার ইউক্রেনীয় ভূখণ্ডে ফিরে গেছে। হামলাকারীদের মধ্যে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে দাবি করছে ক্রেমলিন। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ বলেন, ‘হামলায় ব্যবহৃত মার্কিন সরবরাহকৃত সাঁজোয়া যানের ছবি সামাজিক যোগাযোগ বা অন্য কোনও মাধ্যমে প্রকাশ করা হলেও ছবিগুলোর সত্যতা নেই।’
এ ঘটনায় ‘ক্রেমলিনবিরোধী মনোভাবসম্পন্ন’ দুটি রুশ আধা সামরিক বাহিনী বেলগোরোদ অঞ্চলে সশস্ত্র হামলা করেছে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ।