অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্কাই ডাইভিংয়ের আনন্দ উপভোগ করলেন ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও।
মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে কেমন লাগে চারপাশ, সেই ভিডিও নেটদুনিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন কংগ্ৰেস সরকারের এ মন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।
টিএস সিংয়ের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত স্কাই ডাইভিং সেন্টারের অভিজ্ঞ প্রশিক্ষক। স্কাই ডাইভিংয়ের জন্য পরিচিত বিভিন্ন অঞ্চলের মধ্যে সেরা জায়গা থেকেই তিনি এই দিনের রাইডটি করেন।
প্রসঙ্গত কংগ্ৰেসের মন্ত্রী টিএস সিং সুরগুজার খেতাবপ্রাপ্ত মহারাজাও। এই দিন ভিডিওটি শেয়ার করে তিনি বলেন, এটি সত্যিই একটি অসাধারণ দুঃসাহসিক কাজ ছিল। এই সফরে তিনি বেশ অভিভূত। টিএস সিং পোস্টের ক্যাপশনে লেখেন— আকাশের সত্যি কোনো সীমা নেই।
টিএস সিং দেওকে একটি বিশেষ জাম্পস্যুটের সাজে দেখা যায়। সাধারণত প্লেন থেকে লাফ দেওয়ার আগে এই স্যুটটি পরার নিয়ম।
প্যারাস্যুট দেওয়ার পর তিনি প্রশিক্ষকের কথামতো ল্যান্ডিং জোনে পৌঁছে চমকে ওঠেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি আবার করবেন কিনা। তিনি সাগ্রহে জানান তার বারবার স্কাই ডাইভিং করতে ইচ্ছে করছে।
There were no bounds to the sky's reach. Never!
— T S Singhdeo (@TS_SinghDeo) May 20, 2023
I had the incredible opportunity to go skydiving in Australia, and it was truly an extraordinary adventure. It was an exhilarating and immensely enjoyable experience. pic.twitter.com/2OZJUCnStG