ওআইসির সদস্য হতে চায় রাশিয়া: তাতারস্তান নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৩, ১০:৫৩ পিএম
তাতারস্তানের হেড অব স্টেট রুস্তম মিনিহানভ বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে রাশিয়া। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ-ই এ সম্পর্ক বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য। খবর ইয়েনি শাফাকের।
আন্তর্জাতিক ইকোনমিক ফোরামের ১৪তম সেশনে এ কথা বলেন তিনি। এ সময় মিনিহানোভ দাবি করেন, ওরগেনাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (ওআইসি) এর সদস্য হতে চায় রাশিয়া।
তিনি বলেন, বর্তমানে ওআইসির একটি পর্যবেক্ষক দেশ রাশিয়া। ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে সংস্থাটির সদস্য হতে চায় দেশটি।
মিনিহানোভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলিম বিশ্বের সঙ্গে কৃষি ও শিল্প সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছেন।