Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনায় ৩৩ কোটি ৭০ লাখ বছরের আয়ু হারিয়েছে মানবজাতি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১০:৪৫ পিএম

করোনায় ৩৩ কোটি ৭০ লাখ বছরের আয়ু হারিয়েছে মানবজাতি

করোনা মহামারির (কোভিড-১৯) প্রথম দুই বছরে ৩৩ কোটি ৭০ লাখ বছরের আয়ু হারিয়েছে মানবজাতি। অর্থাৎ করোনায় যত মানুষের অকাল মৃত্যু হয়েছে, তারা সবাই বেঁচে থাকলে মোট ৩৩ কোটি ৭০ লাখ আয়ুষ্কাল বছর বেশি হতো। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান সামিরা আসমা বলেছেন, প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে গড়ে ২২ বছর করে জীবনবর্ষ নষ্ট হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক পরিসংখ্যান-সংক্রান্ত এক প্রতিবেদনে বিস্ফোরক এ তথ্য ওঠে এসেছে। এএফপি।

ডব্লিউএইচও বলেছে, ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারির তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতেও মৃত্যুঝুঁকি বাড়ছে। 

বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, করোনা মহামারিতে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা দুই কোটির কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনাভাইরাস সরাসরি এবং পরবর্তীকালে মানুষের শরীরে বড় আকারে প্রভাব ফেলার কারণে কীভাবে লাখো মানুষের আয়ুষ্কাল কমে গেছে, তার ওপর ডব্লিউএইচওর প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম