বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে দেশটির এমপিরা বুধবার উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক করেন।
পার্লামেন্টের থেচার হলে সব দলের এমপিদের অংশগ্রহণে 'আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা এবং বাংলাদেশ' শীষক ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে অনলাইনে যুক্ত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ আরোমা দত্ত এমপি।
তারা বলেন, বাংলঅদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান একটি ধর্মনিরপেক্ষ দেশের স্বপ্ন দেখতেন।তার মেয়ে শেখ হাসিনা বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সংখ্যালঘুদের সুরক্ষা দিয়ে বাংলাদেশকে একটি সম্প্রীতির বাতিঘরে পরিনত করেছেন।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত ফিউনা ব্রোস এমপি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলবিষয়ক ছায়ামন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট, কনজারভেটিভ পার্টির এমপি সাকিব ভাট্টি, লেবার পার্টির এমপি স্যার স্টেফেন টিমস, স্কটিস ন্যাশনাল পার্টির লিসা এবং লর্ড মেন্ডেলসন প্রমুখ।
আরোমা দত্ত বলেন, ধর্মীয় সম্পীতির এক অনন্য নিদর্শন বাংলাদেশ। এখানে সব ধর্মের লোক পরস্পরের সঙ্গে সৎভাব বজায় রেখে চলে।এখানে সংখ্যালঘুদের সঙ্গে কোনো অন্যায় আচরণ করা হয় না।
ড. গওহর রিজভী বলেন, বাঙালী সংস্কৃতিতে কোনো ধর্মীয় বিরোধ নেই।এখানে সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করে থাকেন।