Logo
Logo
×

আন্তর্জাতিক

আরব বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করল সিরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৪:৩৮ পিএম

আরব বিশ্বে নতুন অধ্যায়ের সূচনা করল সিরিয়া

সৌদি আরব পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। ছবি : আল আরাবিয়া

দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় পর আরব লীগে ফিরে এসেছে সিরিয়া। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আরব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে অংশ নিয়েছে সিরিয়া।

আরব দেশগুলোর সংগঠন আরব লীগে সিরিয়ার এই ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি।

তিনি বলেছেন, আরব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে সিরিয়া আরব বিশ্বের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। আরব লীগের ২২ সদস্যের সব দেশ জেদ্দা সম্মেলনে অংশ নিয়েছে। 

আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে হোসাম জাকি এক বিবৃতিতে সিরিয়া সম্পর্কে এই মন্তব্য করেন। তার এই বিবৃতি আরব লীগের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বলেন, সম্মেলনে সিরিয়ার যোগ দেওয়ার মধ্য দিয়ে আরব বিশ্বের জন্য যেমন নতুন অধ্যায়ের সূচনা হলো, তেমনি সবাই এর মাধ্যমে লাভবান হবে। 

আমরা আশা করি, আরব লীগের এই বৈঠকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তা আরব নাগরিকদের স্বার্থ ও সেখানকার বাস্তবতা তুলে ধরবে, বলেন হোসাম জাকি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম