Logo
Logo
×

আন্তর্জাতিক

ক্ষমতায় যে-ই আসুক তুরস্কের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে: রাশিয়া 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৭:২৫ পিএম

ক্ষমতায় যে-ই আসুক তুরস্কের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে: রাশিয়া 

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছে ভোট। অর্থাৎ আগামী ২৮ মে ফের হবে ভোটগ্রহণ। 

প্রার্থীদের মধ্যে ৪৯ দশমিক ৫০ ভোট পেয়ে সবার চেয়ে এগিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। আর দ্বিতীয় অবস্থানে আছেন কামাল কিরিচদারোগ্লু। খবর আল-আরাবিয়াহর। 

এ পর্যায়ে ক্রেমলিন জানিয়েছে, ক্ষমতায় যেই আসুক তুরস্কের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে রাশিয়ার। সেইসঙ্গে তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করা কথা জানিয়েছে ক্রেমলিন। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা আগ্রহের সঙ্গে তুরস্কের খোঁজখবর রাখছি। দেশটির সঙ্গে আমরা সব সম্পর্ক বজায় রাখবো।

পেসকভ জানান, দুদেশের স্বার্থের কথা বিবেচনা করেই সহযোগিতামূলক কাজে এগিয়ে যাবে তুরস্ক ও রাশিয়া। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম