Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধান বিচারপতির পদত্যাগ চায় ক্ষমতাসীন জোট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০১:৫২ পিএম

পাকিস্তানের প্রধান বিচারপতির পদত্যাগ চায় ক্ষমতাসীন জোট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে দেশটির প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের পদত্যাগ দাবি করেছে ক্ষমতাসীন জোট পিডিএম (পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট)।

সোমবার জোটের নেতারা প্রধান বিচারপতিকে হুশিয়ার করে বলেন, পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিরুদ্ধে কোনো রায় দিলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে।

পিডিএম জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান ওই সমাবেশে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, গত ১৪ মে পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

এর আগে ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের পর ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে পিটিআইয়ে (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান সংগঠক নওয়াজ শরীফ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম