Logo
Logo
×

আন্তর্জাতিক

রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব: ইমরানের বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০১:০২ পিএম

রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব: ইমরানের বার্তা

পিটিআই চেয়ারম্যান ইমরান খান, গত ১২ মে ইসলামবাদ হাইর্কোট প্রাঙ্গণে তোলা ছবি। সূত্র: ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশের জনগণের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। হক্কানি আজাদি মার্চ উপলক্ষ্যে এই বার্তা দিয়েছেন তিনি। 

এক প্রতিবেদনে ডন জানিয়েছে, জনগণের প্রতি ইমরান খান বলেছেন, আমার বার্তা হলো- আমি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত হক্বানি আজাদির জন্য লড়ব। কারণ আমার কাছে এই ধরনের বদমায়েশি শাসনের দাসত্বের চেয়ে মৃত্যুই আমার কাছে শ্রেয়। 

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, আমি আমার সকল জনগণকে স্মরণ রাখার জন্য অনুরোধ করছি যে, আমরা লা ইল্লাল্লাহ হা ইল্লাল্লাহর প্রতিজ্ঞা করেছি। যার অর্থ- আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। আমরা যদি এই ভয়ের সংস্কৃতি মেনে নেই, তাহলে তা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপমান ও বিভেদের কারণ।

পিটিআই প্রধান বলেন, যে দেশে অন্যায় ও জংলি আইন বিরাজ করে, সেসব দেশ বেশি দিন টিকে থাকে না।

প্রতিবেদনে বলা হয়েছে, অপর এক টুইট বার্তায় সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল তারা (সরকার) আবারও ইন্টারনেট পরিষেবা স্থগিত এবং সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ (শুধু আংশিকভাবে খোলা) করবে।

তিনি বলেন, আমরা যখন কথা বলি তখনস বাড়িঘর ভাঙা হচ্ছে এবং নির্লজ্জভাবে পুলিশ বাড়ির নারীদের হেনস্থা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম