Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০২:৪২ পিএম

পাকিস্তানের পরিস্থিতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ‘মার্কিন স্বার্থের জন্য একটি সমৃদ্ধ, শক্তিশালী ও গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ।’ 

যুক্তরাষ্ট্র বিশেষ কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল তার দৈনিক প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ এশিয়ার এ দেশটির সাম্প্রতিক ডেভেলপমেন্ট সম্পর্কে একাধিক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘আমরা পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্বার্থে প্রয়োজন একটি নিরাপদ, সুরক্ষিত এবং সমৃদ্ধ পাকিস্তান। এটি মার্কিন-পাকিস্তান সম্পর্কের স্বার্থেই প্রয়োজন। আমরা বিশ্বজুড়ে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।’

বেদান্ত প্যাটেল বলেন, শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের কোথাও যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো প্রার্থী বা প্রিয় রাজনৈতিক দল নেই।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম