Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:৪৪ পিএম

ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ

ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। এর আগ পর্যন্ত তাকে পুলিশ লাইন্সের গেস্ট হাউজে পাঠানোর আদেশ দিয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। খবর জিও নিউজের। 

ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তির আদেশ দিলেও এখনো মুক্তি মেলেনি তার। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার পর মিলতে পারে মুক্তি। 

প্রধান বিচারপতি বলেছেন, পুলিশ লাইন্সে থাকলেও তাকে বন্দি হিসেবে বিবেচনা করা হবে না। 

বৃহস্পতিবার আদালতের আদেশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান। তিনি বলেছেন, খুনিদের সঙ্গেও এমন আচরণ করা হয় না। তবে সমর্থকদের শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

মুক্তির আদেশের পরের প্রতিক্রিয়ায় ইমরান খান বলেন, আমরা শুধু দেশে সুষ্ঠু নির্বাচন চাই।  

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। ইমরানকে গ্রেফতার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য উপস্থিত ছিলেন। 

আদালত চত্বর থেকে কীভাবে একজনকে এভাবে গ্রেফতার করা যায়—এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। 

ইমরানের আইনজীবীদের দাবি, এভাবে গ্রেফতারের মাধ্যমে আদালত অবমাননা করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো—এনএবি)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম