Logo
Logo
×

আন্তর্জাতিক

সমকামিতা অপরাধ নয়: শ্রীলংকার সুপ্রিমকোর্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:২৮ পিএম

সমকামিতা অপরাধ নয়: শ্রীলংকার সুপ্রিমকোর্ট

সমকামিতাকে বৈধতা দিতে আরও এক ধাপ এগিয়ে গেল শ্রীলংকা। দেশটির সুপ্রিমকোর্ট মঙ্গলবার এক রায়ে সমকামিতাকে অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা থেকে বাদ দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। 

এ ঘটনাকে শ্রীলংকার ইতিহাসের ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকারও। এর মধ্য দিয়ে দেশটিতে সমকামিতাকে অপরাধমূলক কর্মকাণ্ডের তালিকা থেকে বাদ দিতে বহু দিনের আন্দোলন সফলতা পেল। হিন্দুস্তান টাইমস।

সমকামিতার ওপর থেকে অপরাধের তকমা সরাতে আগেই পদক্ষেপ নিয়েছিল শ্রীলংকা। এর জের ধরেই মঙ্গলবার শ্রীলংকার সুপ্রিমকোর্ট রায় দিয়েছেন, সমকামিতা অসাংবিধানিক নয়। 

এর আগে বহু দিন ধরেই সমলিঙ্গের সম্পর্কের বৈধতা আদায়ের লড়াই চলছিল। এতদিন দেশটিতে সমলিঙ্গের সম্পর্ককে অপরাধমূলক হিসাবে বিবেচনা করে তার জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান ছিল। 

এরপর গত মাসে সমকামিতাকে বৈধ করতে পদক্ষেপ নেয় সে দেশের সংসদ। সংসদে উত্থাপন করা হয় ‘প্রাইভেট মেম্বার্স বিল’।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম