Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে সহিংসতা অব্যাহত, পেশোয়ারে নিহত ৩ 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৮:২৩ পিএম

পাকিস্তানজুড়ে সহিংসতা অব্যাহত, পেশোয়ারে নিহত ৩ 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের পর দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪২ জন। খবর ডনের।

ইমরান খানকে গ্রেফতার করা হয় মঙ্গলবার। এদিন তার গ্রেফতারের পরপরই প্রতিবাদে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারসহ সববড় শহরে তুমুল বিক্ষোভ শুরু হয়। রাজপথে নেমে আসেন হাজার হাজার কর্মী ও সমর্থক।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভ ক্রমেই জোরালো হয়েছে। এর প্রেক্ষাপটে পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে।
 
ইমরান খান গ্রেফতার হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে খাইবার পাখতুনখোয়াতেও সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে প্রাদেশিক সরকার।
 
এর আগে পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ কোম্পানি সেনা মোতায়েনের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করলে তা অনুমোদন করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা ও শান্তি পুনরুদ্ধারে সেনাবাহিনী জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করবে।
 
এদিকে বিক্ষোভ দমনে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। শুধুমাত্র পাঞ্জাব প্রদেশেই প্রায় ১ হাজার জনকে আটক করা হয়েছে।
 
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রদেশে সরকারি সম্পত্তি, পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থার ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে সহিংস কর্মকাণ্ড, ভাঙচুর, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিতে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করা হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় ১৩০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ প্রদেশজুড়ে ৯৪৫ জন আইন ভঙ্গকারী ও দুর্বৃত্তকে গ্রেফতার করেছে।
 
পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বলেন, পুলিশ ও সরকারি সংস্থার ২৫টিরও বেশি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ১৪টিরও বেশি সরকারি ভবনে হামলা চালিয়েছেন, লুটপাট করেছেন ও সরকারি সম্পত্তির ক্ষতি করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম