গ্রেফতারের পর বুধবার কড়া নিরাপত্তার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করা হয়। ছবি: ডন
এবার তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতারের একদিন পর বহুল আলোচিত এ মামলায় তাকে অভিযুক্ত করল আদালত।
এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। এর একদিন পর বুধবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় অভিযুক্ত করা হলো।
ডন নিউজ জানিয়েছে, বুধবার অতিরিক্ত ও জেলা দায়রা জজ হুমায়ুন দিলাওয়ারের সভাপতিত্বে তোশাখানা মামলার শুনানি হয়।
প্রসঙ্গত, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাধারে জমা দেননি বলে অভিযোগ করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের করা এই মামলা তোশাখানা মামলা হিসেবে পরিচিত। গত বছর অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর হওয়া এই মামলা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে।