Logo
Logo
×

আন্তর্জাতিক

বাখমুতে রাসায়নিক হামলার অভিযোগ ইউক্রেনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০২:৩৩ এএম

বাখমুতে রাসায়নিক হামলার অভিযোগ ইউক্রেনের

ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক যুদ্ধাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে। ইউক্রেন সেনাবাহিনীর প্রকাশিত একটি ড্রোন ফুটেজে দেখা যায়, বাখমুতে একের পর এক বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে উদ্গীরিত সাদা ধোঁয়া ছেয়ে ফেলেছে বাখমুতের আকাশ, যা ফসফরাস বোমা বর্ষণে দেখা যায়। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, এসব ফসফরাস অস্ত্রের আক্রমণ বাখমুতের আবাসিক এলাকায় করা হয়েছে। যেসব এলাকায় এখনো বেসামরিক নাগরিকরা বাস করেন। 

কিয়েভের স্পেশাল ফোর্স কমান্ড বলেছে, মস্কো শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তবে এই ফসফরাস অস্ত্রের হামলা কখন চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অন্য ভিডিওগুলোয় দেখা যায়, বড় বড় দালানে আগুন ধরে গেছে। ফসফরাসের সাদা মেঘ রাতের আকাশকেও আলোকিত করে রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা ভিডিওটি বিবিসি বিশ্লেষণ করেছে। 

এতে দেখা যায়, এসব হামলার স্থান বাখমুত শহরের কেন্দ্র থেকে ঠিক পশ্চিমে এবং একটি শিশু হাসপাতালের কাছাকাছি।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম