Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের ঋণের ফাঁদে উন্নয়নশীল অনেক দেশ 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ১০:০১ পিএম

চীনের ঋণের ফাঁদে উন্নয়নশীল অনেক দেশ 

গত দুই দশকে বিশ্ব অর্থনীতিতে চীনের প্রভাব শুধু ভালো অবদান-ই রাখেনি, বরং বৈশ্বিক ঋণের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে। উচ্চসুদের হারের কারণে কুখ্যাত বেইজিংয়ের আন্তর্জাতিক ঋণ। 

আন্তর্জাতিক আর্থিক বাজারে বেইজিংয়ের ক্রমবর্ধমান উপস্থিতি বিশ্বব্যাপী জিডিপির ৫ শতাংশেরও বেশি। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সরাসরি ঋণ এবং ক্রেডিট লাইনের মাধ্যমে প্রায় দেড় ট্রিলিয়ন ডলার ঋণ দিয়ে বিশ্বের বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা হয়ে উঠেছে দেশটি। 

এইড ডেটা প্রকাশিত একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ সংকটে অনেক দেশকে আরও ঋণ দিয়ে বোঝা ভারি করে তুলেছে চীন। 

এতে আরও বলা হয়েছে- এ অঞ্চলের ওপর প্রভাব বিস্তারের জন্য দুর্বল অর্থনীতির দেশগুলোকে টার্গেট করে চীন। টেকসই ঋণের সঙ্গে অতিরিক্ত জোর দেওয়ার বেইজিংয়ের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে এ প্রতিবেদনে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস্

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম