Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে: জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৬:৪০ পিএম

পুতিনকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে: জেলেনস্কি

ইউক্রেনে আগ্রাসন চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বৃহস্পতিবার নেদার‌ল্যান্ডসের হেগে এ কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। 

পুতিনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পৃথক একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি। 

জেলেনস্কি বলেন, আক্রমণকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। 

তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল গঠন করা এখন যুদ্ধাপরাধ দমনের জন্য জরুরি হয়ে পড়েছে।

ইউক্রেন থেকে শিশুদের বিতাড়িত করার সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, আগ্রাসন বলতে বোঝায়- একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই আইসিসির। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম